YouTube সম্পর্কে YouTube

আমরা বিশ্বাস করি মত প্রকাশের অধিকার সকলের থাকা উচিত, এবং একে অপরের সাথে অভিজ্ঞতা আদানপ্রদানের মাধ্যমে আমরা এই পৃথিবীকে সকলের জন্য সুন্দর করে গড়ে তুলতে পারি।

চারটি মৌলিক স্বাধীনতার স্তম্ভের উপরে ভিত্তি করে আমাদের মূল্যবোধ এবং আমাদের পরিচয় গড়ে উঠেছে।

মত প্রকাশের স্বাধীনতা

আমরা বিশ্বাস করি মুক্তকণ্ঠে কথা বলার, মত প্রকাশ করার, এবং ভাবের আদানপ্রদান করার অধিকার সকলের থাকা উচিত, এবং সৃষ্টিশীলতার স্বাধীনতা থেকেই নতুন কণ্ঠ, দৃষ্টিভঙ্গী, ও সম্ভাবনার সৃষ্টি হয়।

জানার স্বাধীনতা

আমরা বিশ্বাস করি সহজ ও মুক্ত তথ্য পাওয়ার অধিকার সবার থাকা উচিত, এবং শিক্ষা, পারস্পরিক বোঝাপড়া, ও বিশ্বের নানান ছোট-বড় ঘটনার নথি হিসাবে ভিডিও মাধ্যম সবচেয়ে শক্তিশালী।

সুযোগ পাওয়ার স্বাধীনতা

আমরা বিশ্বাস করি বিশ্বের কাছে নিজেকে প্রমাণ করার ও নিজের ব্যবসা গড়ে তুলে নিজের মতো করে সফল হওয়ার অধিকার প্রত্যেকের আছে, এবং কোনটি জনপ্রিয় আর কোনটি নয়, তা নির্ণয় করার চাবিকাঠি কোনো প্রহরী নয়, জনগণের হাতেই থাকে।

সাথে থাকার স্বাধীনতা

আমরা বিশ্বাস করি সমর্থন উপভোগ করার, বাধা বিপত্তি জয় করে সমস্ত সীমানা অতিক্রম করার, এবং অভিন্ন আগ্রহ ও আবেগে একে অপরের সাথে মিলিত হওয়ার সুযোগ প্রত্যেকের পাওয়া উচিত।

The latest news from YouTube

Visit the YouTube Blog

Trending topics and videos on YouTube

Visit the Trends Blog